কাতারের দোহায় শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা। সোমবার (১২ জুন) কাতারের রাজধানী দোহা প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বইমেলা। এটি চলবে ২১ জুন পর্যন্ত।
কাতার সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় বইমেলার আয়োজন করে থাকে। এবারের আয়োজনের স্লোগান ‘পড়ার সাথে আমরা উঠি’। এর লক্ষ্য সাংস্কৃতিক সচেতনতা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার পাশাপাশি সম্প্রদায়ের মধ্যে পড়ার প্রতি ভালবাসা জাগানো।
এটি বিভিন্ন দেশের পাঠক, প্রকাশনা সংস্থা এবং বুদ্ধিজীবীদের স্বাগতম জানানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা এবং শুধু শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় অংশগ্রহণ করা যাবে। প্রবেশ করা যাবে বিনামূল্যে।
Discussion about this post