কুয়েতের মতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৫৮) নামের একজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় রোববার (৪ জুন) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত ট্যাংকার চালিয়ে মতলা থেকে জাহরা এলাকায় যাচ্ছিলেন জহিরুল। এক পর্যায়ে ওভার ব্রিজের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জহিরুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন কুয়েতে ট্যাংকার চালানোর কাজে নিয়োজিত ছিলেন।
বর্তমানে মরদেহ মর্গে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কুয়েতে অবস্থানরত তার ছেলে।
JAGO NEWS24
Discussion about this post