কুয়েতে বাংলাদেশ অধ্যুষিত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে তিন প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা ৭টায় জিলিব আল শুয়েখের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি ও এক পাকিস্তানিসহ মোট তিনজন নিহত হন। এছাড়া আহত আরও দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত বাংলাদেশিদের একজন হলেন ঢাকার কেরানীগঞ্জ এলাকার রাজবাড়ী গ্রামের মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে আসাদুল খান (৩৮)। অন্যজন হলেন একই উপজেলার অগ্রখলা গ্রামের আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (৪০)। নিহতরা একে অপরের মামাতো ফুফাতো ভাই বলে নিশ্চিত করেন তাদের এক নিকটাত্মীয়।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ছুটে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুইজনেই সিকরাফের ব্যবসা করতেন। কাজ থেকে বাসায় ফিরে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। আগুন লাগার ফলে তারা বুঝতে পারেনি। এক পর্যায়ে রুমের বাইরে আগুন ছড়িয়ে পড়ায় বের হওয়া আর সম্ভব হয়নি। যার কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
Discussion about this post