এনআরবিসি ব্যাংক ফেনী ফুলগাজী উপশাখা কতৃক “প্রবাসী ও নারী উদ্যোক্তা গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা” গত ১৬/০৫/২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি, মেঘনা ও সিলেট জোনের জোনাল হেড সৈয়দ মাহবুবুল হক। এছাড়া ও উপস্থিত ছিলেন এভিপি ও ফেনী এরিয়া প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করিম,এভিপি ও কুমিল্লা এরিয়া প্রধান কামরুল হাসান ।
নারী ও প্রবাসী গ্রাহকের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে ১৫০ জন গ্রাহক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রবাসী রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে আহরণে গ্রাহকদের অনুপ্রাণিত করা এবং এনআরবিসি ব্যাংকের প্রবাসী ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন সেবা পণ্য সম্পর্কে অবহিত করা।
এনআরবিসি ব্যাংকের বর্তমান মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের আওতায় বিভিন্ন ঋণ সেবা সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করা এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের এনআরবিসি ব্যাংকের একাউন্টের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহে অনুপ্রাণিত করার জন্য অনুষ্ঠানের অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আগত গ্রাহকগণ ব্যাংকের সেবা সম্পর্কে মতামত প্রদান করেন। ফেনী এরিয়া প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করিম গ্রাহকদের সাথে মত বিনিময় করেন, গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাংক এর বিভিন্ন সেবা তুলে ধরেন। এছাড়া সম্মানিত জোনাল প্রধান জনাব মাহবুবুল হক গ্রাহকদের সাথে মত বিনিময় করেন।
বিদেশে অবস্থানরত গ্রাহকগণ অনলাইনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ব্যাংক সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
এনআরবিসি ব্যাংকের ফুলগাজী উপশাখা সম্মানিত গ্রাহক আব্দুল মোতালেব দুবাইতে অনুষ্ঠিত “কনস্যুলেট জেনারেল বাংলাদেশ” কতৃক সেরা রেমিটার অ্যাওয়ার্ড অর্জন করায় অত্র শাখা কতৃক সম্মাননা প্রদান করা হয়।
Discussion about this post