আরব আমিরাতে বাংলাদেশী শিশু-কিশোরদের নিয়ে মাস ব্যাপী তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ ও আমিরাত সংবাদের যৌথ আয়োজনে চলে এই প্রতিযোগিতা ।
শনিবার আজমান প্যালেস হোটেলের বলরুমে আয়োজিত গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিলের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে এই আসরের।
আমিরাত সংবাদ সম্পাদক মুহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ নাজমুল হকের যৌথ সঞ্চালনায় ক্বারী মুহিবুর রহমান মঞ্জুর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ বিজনেস ফোরাম-বিবিএফ সভাপতি কামাল হোসাইন খান সুমনের সার্বিক তত্বাবধানে ও তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা ২০২৩ আয়োজক কমিটির আহবায়ক ইব্রাহীম ওসমান আফলাতুন সি আই পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের ১ম সচিব ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীয়া কাউন্সিল চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবাইদুল্যাহ হামজা।
জুনিয়র সিনিয়র দু গ্রুপে ১০জন করে মোট বিশ জনকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় এবং উভয় গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে নগদ অর্থসহ ক্রেস্ট প্রদান করা হয়।
সিনিয়র গ্রুপে ১ম ইয়াহিয়া মাহমুদ , ২য় মিকাদ মাহমুদ মাসুদ ও তৃতীয় স্থান অধিকার করে আহমেদ হাসান। জুনিয়র গ্রুপে যৌথভাবে ১ম সাদিয়া আল কুবরাজি ও সাফা কামাল, ২য় ইসহাক মাহমুদ ও তৃতীয় স্থান অধিকার করে ফাতেমা মোবারক
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব জাফর চৌধুরী, ও আয়োজক কমিটির সমন্বয়ক কাজী ইসমাইল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই”র সভাপতি অধ্যাপক এম এ সবুর চৌধুরী ও বাংলাদেশ সমিতি শারজাহ এর সভাপতি আলহাজ্ব এম এ বাশার।আরো বক্তব্য রাখেন জসিম উদ্দিন মল্লিক সি আই পি, সবুজ হাসান, জাহেদ হাসান, বুলবুল আহমেদ মুকুল, শাফায়েত উল্যাহ শিকদার, মুনসুর খলিল, আবদুস সাত্তার ও মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১২ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়।
Discussion about this post