ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স আবারো ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। বিদায়ী মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার।
এর আগে গত বছরের জুলাই ও আগস্টে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল।
বাংলাদেশ ব্যাংক রোববার (২ এপ্রিল) রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতেই প্রবাস থেকে এক মাসে ২০০ কোটি ডলারের বেশি আয় আসার কথা জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি। আর ফেব্রুয়ারির তুলনায় আয় বেশি এসেছে ২৯ দশমিক ২৯ শতাংশ।
গত ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এই আয় জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল প্রায় ১৯৬ কোটি ডলার। ২০২১ সালের ফেব্রুয়ারির চেয়ে গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বাড়ে ৬ কোটি ৬৮ লাখ ডলার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স।
রেমিট্যান্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করতে সরকার প্রণোদনার হার দুই শতাংশ থেকে বাড়িয়ে এখন আড়াই শতাংশ দিচ্ছে। এরপরও দেশে ডলার-সংকট শুরু হওয়ার পাশাপাশি রেমিট্যান্সের গতি কম।
Discussion about this post