সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে বাংলাদেশ কনস্যুলেট দুবাই এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রথমবারের মতো দুবাইয়ে পাঁচ ক্যাটাগরিতে ৫২ জন প্রবাসী বাংলাদেশিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড সম্মাননা ও ৩৯ জন সিআইপিকে সংবর্ধিত করেছে দুবাই কনস্যুলেট।
বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, সাধারণ কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক ও নারী পেশাজীবী রেমিট্যান্স প্রেরণকারীদের এ সম্মাননা দেওয়া হয়।
পেশাজীবী ক্যাটাগরিতে সাংবাদিক হিসেবে রেমিটেন্স সম্মাননা পেয়েছেন জাগো নিউজ আমিরাত প্রতিনিধি ও আমিরাত সংবাদ সম্পাদক মুহাম্মাদ ইছমাইল। এই ক্যাটাগরিতে আরো ২ জন সাংবাদিক এ সম্মাননা অর্জন করেন।
বৃহস্পতিবার দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশ কনস্যুলেট দুবাইর আয়োজনে প্রথমবারের মতো এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ সবার হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক, কষ্টার্জিত এই রেমিট্যান্সের ধারা অব্যাহত থাকলে দেশকে সম্পূর্ণরূপে দারিদ্র্যমুক্ত করতে পারবো ও দেশের অর্থায়নে লাভবান হবে, দেশ এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল দুবাই বিএম জামাল হেসেন। লেবার কাউন্সিলর ফাতেমা জাহানসহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
Discussion about this post