হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সৌদি আরবের জেদ্দা থেকে মক্কার মসজিদুল হারাম পর্যন্ত ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দেয়া হয়েছে। জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
রোববার আলআরাবিয়া জানায়, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে হজযাত্রীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।
বিমানবন্দরের অফিসিয়াল টুইটার একাউন্টে বলা হয়, এই সেবা গ্রহণের শর্ত হলো- ইহরামের পোশাক পরিহিত থাকা, সৌদিদের জন্য জাতীয় পরিচয়পত্র দেখানো ও বিদেশীদের জন্য পাসপোর্ট প্রদর্শন করা।
এই শাটল সার্ভিস জেদ্দা বিমানবন্দর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে চলাচল শুরু করবে এবং রাত ১১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টা পর পর একেকটি ট্রিপ জেদ্দা স্টেশন ছেড়ে যাবে।
আর রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে মক্কার মসজিদুল হারাম থেকে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত। এখান থেকেও দুই ঘণ্টা পর পর একেকটি ট্রিপ ছেড়ে যাবে। হাজিরা আসন্ন পবিত্র হজ-২০২৩ থেকে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
সূত্র : আলআরাবিয়া
Discussion about this post