মুহাম্মাদ শোয়াইব
“ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রনালয় এবং সরকারের উন্নয়ন ও ভবিষ্যত অফিস দেশটির ভবিষ্যতের জন্য “ভবিষ্যতের জন্য ১০০ কোম্পানি” উদ্যোগ চালু করেছে।
এই উদীয়মান শীর্ষ ১০০টি কোম্পানিকে হাইলাইট করে সংযুক্ত আরব আমিরাতের ভবিষ্যত অর্থনীতিকে গড়বে। এই কোম্পানিগুলো দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুতি ও অর্থনীতির সেক্টরগুলোতে প্রতিযোগিতামূলকতা বাড়াবে।
অর্থনীতি মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি, সরকারের উন্নয়ন ও ভবিষ্যত প্রতিমন্ত্রী ওহুদ বিনতে খালফান আল রুমি, ৩০ জন বিশিষ্ট স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির প্রধান নির্বাহী ও সংযুক্ত আরব আমিরাতে উদীয়মান সংস্থাগুলোর অন্যতম উদ্যোক্তাদের উপস্থিতিতে এই উদ্যাগ চালু করা হয়।
সূত্র: আল বায়ান