কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির শাখা সংগঠন স্কারবোরো সাউথওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি কফিলউদ্দিন পারভেজ ও মার্জিয়া হক। মূলধারার কোনো রাজনৈতিক দলের রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে এই প্রথম কানাডা প্রবাসী বাংলাদেশি দায়িত্ব পেলেন।
শুক্রবার (১১ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় রাইডিং অ্যাসোসিয়শেনের নতুন নেতৃত্ব নির্বাচন হয়। প্রেসিডেন্ট পদে কফিলউদ্দিন পারভেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেক্রেটারি মার্জিয়া হক সদস্যদের ভোটে নির্বাচিত হন।
প্রতিটি নির্বাচনী এলাকায় কানাডার মূলধারার রাজনৈতিক দলগুলোর শাখা সংগঠন রাইডিং অ্যাসোসিয়েশন হিসেবে পরিচিত। স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির শাখা সংগঠন স্কারবোরো সাউথওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশন।
কফিলউদ্দিন পারভেজ দীর্ঘদিন ধরেই লিবারেল পার্টির রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি বিচেস- ইস্ট ইয়র্ক রাইডিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সেক্রেটারি মার্জিয়া হক ফেডারেল লিবারেল পার্টির বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন।
Discussion about this post