জাসেদুল ইসলাম:’নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ -এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাই এর উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে দুবাই বিজনেস এসোসিয়েশনের আয়োজনে সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় একটি হোটেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
এসময় আহবায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নব নির্বাচিত সভাপতি মারুপ উল হক এর যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় নব নির্বাচিত সাধারন সম্পাদক শাহ আলম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা শুরু হয়।
প্রধান অতিথি বক্তব্য বলেন,দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশীদের এখন যে অবস্থান সেটি আগে ছিলনা। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশীরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে। ড্রাগন মার্ট মার্কেটে অনেক বাংলাদেশী ব্যবসায়ী রয়েছে। তাঁরা বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে তাই বাংলাদেশীদের এই সাফল্য দেখে গর্ববোধ করি। আমরা বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করি সীমিত সময়ের জন্য সরকারের প্রতিনিধিত্ব করে চলে যেতে হয়। এসময় প্রবাসী বাংলাদেশীদের সেবা- কল্যাণে কিছু করে যেতে পারি, তাহলে সেটি আমারদের সাফল্য বয়ে আনে বলেন বি এম জামাল হোসেন।
তিনি বলেন সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে প্রবাসী কার্ড সংগ্রহ করা জরুরি। এটি প্রবাসীদের উপকারে আসে। তাই সংগঠনের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন এই সংগঠনের মাধ্যমে প্র’বাসী বাংলাদেশিদেরকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কমিউনিটি নেতা ইসমাইল গনি ,এয়াকুব সৈনিক ,কাজী মোহাম্মদ আলী, ,শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি,আমিরাত সংবাদ এর সম্পাদক ঈসমাইল সহ সংগঠনের নব নির্বাচিত সদস্য ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজনেস এসোসিয়েশন কার্যনিবাহী কমিটির সদস্য ও উপদেষ্টামণ্ডলীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং আগামী দিনে সবাইকে নিয়ে একসঙ্গে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান আয়োজকরা।
এসময় সংগঠনের বক্তারা বলেন, প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, দ্বৈত নাগরিকত্ব প্রদান, ই-পাসপোর্ট দ্রুতকরণ, প্রবাসীদের আইডি কার্ড প্রদান, ভোটাধিকার প্রয়োগ, ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানির প্রতিকারসহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশ সরকারের ইতিবাচক সহযোগিতার আহবান করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে ১০১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করা হয় আর এতে সভাপতি পদে মারুপ উল হক এবং সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান রেজাউল করিম রিজু। এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মাওলানা ওমর ফারুক। মুসলিম উম্মাহ, বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। পরে পাঁচ শতাধিক মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Discussion about this post