কক্সবাজারের টেকনাফ দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাচারকারী চক্রের সদস্যসহ ৩৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া ও বাইন্যা পাড়া নৌঘাট সংলগ্ন সাগরের অদূরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ। তিনি বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় নারীসহ ৩১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এসময় আরো চারজন দালালকে আটক করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে বাহারছড়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, ‘মালয়েশিয়াগামী ট্রলারটিতে ৫০ জনের অধিক লোক ছিল। তাদের অনেকে নিজেই কূলে উঠে গেছে, কেউ নিখোঁজ আছে কিনা দেখা হচ্ছে।’
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান, এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার অভিযান শেষ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Discussion about this post