নিউজিল্যান্ডে তিনজাতি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় দল অন্য কোনো দেশে একটি ৪ বা ৫ দিনের অনুশীলন ক্যাম্প করতে চায়- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত ১৩ই সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছিলেন।
তবে কোন দেশে হবে সেই খন্ডকালিন অনুশীলন ক্যাম্প এবং কখন? তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি বিসিবি বিগ বস। তবে আজ দুপুর গড়াতেই জানা হলো, অনুশীলন ক্যাম্পই নয় শুধু, দুই ম্যাচের একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজই খেলার সুযোগ পেয়ে যাচ্ছে বাংলাদেশ।
দুবাইতেই প্রস্তুতি ক্যাম্প হচ্ছে বাংলাদেশের এবং সেখানে আরব আমিরাত জাতীয় দলের বিপক্ষেই টি-টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাইতে অবস্থান করবে টিম বাংলাদেশ। অনুশীরনের পাশাপাশি ম্যাচ দুটিও খেলবে তারা। সবকিছু ঠিক থাকলে, ২২ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
Discussion about this post