বিয়ের দেনমোহর হিসেবে কনের দাবি ১০১টি বই। আর ইচ্ছে সেই বইগুলো দিয়ে গড়বেন পারিবারিক গ্ৰন্থাগার। বর কনের প্রস্তাবে রাজি। কেনা হয়েছে কনের তালিকা মোতাবেক বই। ফলে বিয়ের পিঁড়িতে বসে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যায় বগুড়ার ধুনটের গোসাইবাড়ী কাজী অফিসে এই বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর হিসেবে ১০১টি বই দিয়ে শান্তনা খাতুনকে বিয়ে করলেন নিখিল নওশাদ।
বর নিখিল বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামের শামছুল হকের ছেলে। ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক তিনি। পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। সান্ত্বনা সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। তিনি শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদরাসার ইংরেজির শিক্ষক।
বর নিখিলের বাবা শামসুল ইসলাম বলেন, ছেলে নিখিল ১০১টি বই দেনমোহর হিসেবে পুত্রবধূকে দিয়েছে। এই বইগুলোর মোট আর্থিক মূল্য ২ লাখ ২ হাজার টাকা।
বর নিখিল নওশাদ জানান, কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী শান্তনা খাতুনের সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে ভাবের আদান-প্রদান। অবশেষে সেটি রূপ নিল দাম্পত্যে। তবে দাম্পত্য জীবন শুরুর আগে শান্তনার শর্ত ছিল একটু ভিন্ন। সোনা রুপার অলংকার নয়, নয় ব্যাংক ব্যালেন্স। বিয়ের দেনমোহর হিসেবে দাবি ১০১টি প্রিয় বই। সেই প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।
নবদম্পতি জানান, বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ে তুলবেন তারা। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।
তাদের এই বিয়ের খবরটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই সাধুবাদ জানিয়েছেন।
Discussion about this post