পবিত্র কাবাঘর পরিষ্কার করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষে বার্ষিক এ পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় বিন সালমান নিজ হাতে কাবাঘর ধুয়েমুছে পরিষ্কার করে মূল্যবান আতর দিয়ে তা সুগন্ধিযুক্ত করেন।
স্থানীয় সময় সোমবার রাতের এ কর্মসূচিতে যুবরাজকে সহায়তা করে দেশটির রাজকীয় প্রতিনিধিদল। বার্ষিক এ পরিষ্কার উৎসবে পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের ইমাম শায়খ আব্দুর রহমান আস সুদাইস, ইমাম শায়খ সালেহ হুমাইদ ও শায়খ বালিলাসহ মুসলিম বিশ্বের রাষ্ট্রদূত, আলেম ও দেশটির উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি বিন ফয়সালকে নিয়ে ক্রাউন প্রিন্স বিন সালমান মসজিদুল হারামে প্রবেশ করেন। এ সময় শায়খ আব্দুর রহমান আস সুদাইসের নেতৃত্বে কাবা শরিফের ইমামরা তাকে অভ্যর্থনা জানান।
প্রবেশের পরই ক্রাউন প্রিন্স পবিত্র কাবাঘর তাওয়াফ সম্পন্ন করে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। এরপর কাবাঘরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং পৃথিবীর সর্বপ্রথম ও অন্যতম পবিত্র ঘর ধোয়া ও পরিষ্কারের সম্মান লাভ করেন মোহাম্মদ বিন সালমান। ধোয়ামোছার পর সবাইকে নিয়ে সেখানে দুই রাকাত সুন্নাত নামাজ পড়েন।
কাবাঘর পরিষ্কারে ৫০ তোলা গোলাপজল ও উন্নত মানের উদ সুগন্ধিযুক্ত ৪৫ লিটার জমজমের পানি ব্যবহার করা হয়। এর আগে নিজ হাতে মোহাম্মদ বিন সালমান কাবার ভেতরের দেয়াল কাপড় দিয়ে পরিচ্ছন্ন করেন।
কাবাঘর পরিচ্ছন্ন প্রকল্পের পরিচালকের সূত্র আলআরাবিয়া জানায়, পবিত্র এ ঘর ধোয়ায় ব্যবহৃত প্রতিটি বস্তুতে স্বর্ণের প্রলেপ ও নির্যাস দেয়া হয়। এমনকি এখানে ব্যবহৃত চারটি ঝাড়ুতেও স্বর্ণের ব্যবহার থাকে। কাবার অভ্যন্তরের আগে এই ঝাড়ুগুলো দিয়ে ঘরটির বাইরের দেয়ালগুলো পরিষ্কার করা হয়।
সূত্র : আলআরাবিয়া
Discussion about this post