মুহাম্মাদ শোয়াইব,
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন সাঈদ বলেছেন এই অঞ্চলের সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। তিনি আরো বলেন এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি তো শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীদারদের সাথে সমন্বয় করতে প্রচন্ডভাবে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেন এই সংযুক্ত আরব আমিরাতের ফরেন পলিসি হচ্ছে আন্তর্জাতিক ভারসাম্যের ভিত্তিতে এবং বিশ্বের দেশগুলোর সাথে স্বার্থের ভিত্তিতে ফরেন পলিসি নির্ধারণ করবেন।
মোহাম্মদ বিন যায়েদ আরো বলেন আমরা কি পরিমান আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তা কারও অজানা নয়। আর এই চ্যালেঞ্জগুলো আমাদের উপরে অনিবার্য করে যাতে আমরা আন্তর্জাতিক শক্তিগুলোকে একত্রিত করতে পারি যাতে করে জাতির উন্নতি সমৃদ্ধি লাভ হয়।
সৌদি সরকার কর্তৃক আয়োজিত জেদ্দার সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানান হজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য।
Discussion about this post