ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। উচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত হলেও বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হওয়ার কারণে তার পরিচিতি দেশজুড়ে। নিজ এলাকা সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে একের এক ছোট ছোট সেতু তৈরি করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই আইনজীবী। এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় নিজ জেলাসহ পুরো সিলেট অঞ্চল যখন পানির নিচে তখন ঘুরে ঘুরে শুরু করেন উদ্ধার ও অসহায়দের ত্রাণ সহায়তা কাজ।
নিজের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো শুরু করলেও কার্যক্রম বাড়াতে বিত্তবানদের সহযোগিতা চান ব্যারিস্টার সুমন। তার আহ্বানে সাড়া দিয়েছেন বিপুল মানুষ। আহ্বান জানানোর দু’দিনের মধ্যে ৭০ লাখ টাকার আর্থিক সহযোগিতা পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে একথা জানিয়েছেন ব্যারিস্টার সুমন। তিনি জানিয়েছেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আপনারা আমার ওপর বিশ্বাস রেখে ৭০ লাখ টাকার মতো পাঠিয়েছেন। ইতোমধ্যে ৫২ লাখ টাকা হাতে পেয়েছি। বাকি ১৮ লাখ টাকা হাতে আসার পথে আছে।
সুমন বলেন, মাত্র দু’দিন আগে বন্যাকবলিত মানুষের সহযোগিতার অনুরোধ করেছিলাম। আপনারা মাত্র এক দিনে এত সাড়া দেবেন ভাবতে পারিনি। এখন আমার কাজ হলো আপনাদের দেওয়া প্রতিটি টাকা, প্রতিটি পয়সার ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া। পাশাপাশি যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করা। আমরা সাধ্যের মধ্যে সবটুকু করবো। সবার প্রতি কৃতজ্ঞতা যে আমার ওপর আস্থা রেখেছেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে সুমন বলেন, শুধু সিলেট নয়, আশপাশের দুর্গম এলাকায় অনেক মানুষ ছয় দিন ধরে খেতে পারছে না। শুকনো খাবার খেয়ে বেঁচে আছে। তাদের সহযোগিতা দরকার। যারা হেল্প করবেন তারা প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
Discussion about this post