যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে এক কিশোরী ও এক পুলিশ অফিসারসহ বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হামলাকারী সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। ঘটনাস্থলে এসে পৌঁছনো পুলিশ অফিসারদের লক্ষ্য করেও গুলি চালানো হয়।
ওয়াশিংটন ডিসি পুলিশ জানায়, এক কিশোরী গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে। তার বয়স ১৬ বলে জানা গেছে।
ওয়াশিংটন ডিসির পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলি চলেছে তার অনতিদূরেই চলছিল একটি গানের কনসার্ট। এই ঘটনায় বহু মানুষ আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ডিসি পুলিশ।
সূত্র : ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ
Discussion about this post