দুবাই পুলিশ বাংলাদেশি শিশু জান্নাতুল আফিয়া মহিকে তার সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য সম্মাননা দিয়েছে। আফিয়া এক অনুষ্ঠানে একটি স্বর্ণের চেইন কুড়িয়ে পেয়ে তা তার বাবার মাধ্যমে পুলিশকে ফিরিয়ে দিলে তাকে তার সততার এই স্বীকৃতি দেয়া হয়। স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসে খবরটি প্রকাশিত হয়েছে।
আফিয়ার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন তার কন্যার পাওয়া দামী স্বর্নের চেইনটি দুবাইয়ের কিসিস পুলিশ স্টেশনে জমা দেন।
পরে পুলিশ শিশুটিকে তার স্কুল দুবাই কেম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা প্রদান করে।
স্থানীয় পুলিশের ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাঈদ সালেম আল মাদানি অনুষ্ঠানে শিশু আফিয়ার সততার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং কম্যুনিটির সবাইকে এ ধরনের সততার দৃষ্টান্ত অনুসরণের আহবান জানান।
আফিয়ার বাবা মোহাম্মদ জসিম উদ্দিন সম্মাননা প্রদানের জন্য দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন,তার কন্যা কেবল তার দায়িত্ব পালন করেছে।অনুষ্ঠানে পুলিশের পদস্থ কর্মকর্তা ও স্কুলের ছাত্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত সততার জন্য বাংলাদেশিদের আমিরাতে যথেষ্ট সুনাম রয়েছে,তার সাথে যুক্ত হল শিশু আফিয়ার নাম।
সূত্রঃ খালিজ টাইমস
Discussion about this post