সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত খুলনা বাসিদের সংগঠন ” এন.আর.বি খুলনা ” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বিকেলে আমিরাতে অবস্থিত খুলনাবাসী ও অন্যান্য কমিউনিটির নেত্রীবৃন্দের উপস্থিতিতে শারজাহ আল হুদাইবিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহাফিলে সভাপতিত্ব করেন শারজাহ ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল করিম সুজা।
প্রকৌশলী মোহাম্মদ মঈনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের জীবন পরিচালনার পথে যেমন পরিবারের ভূমিকা রয়েছে, তেমনি সমাজে নানা সংগঠনের ভূমিকাও রয়েছে যথেষ্ট পরিমাণে। সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে ইতিবাচক গুণাবলী তৈরী হয়। মানুষের মধ্যে নেতৃত্ব-গুণ তৈরী হয়। দায়িত্বশীলতা বাড়ে, সামাজিক দায়বদ্ধতা বাড়ে। সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক সুস্থতা আনা সম্ভব। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত খুলনা বাসিদের সংগঠন ” এন.আর.বি খুলনা ” মানুষের কল্যাণে আরো বেশি বেশি কাজ করবে বলে আমি আশাকরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সমিতির আহ্বায়ক মোঃ বুলবুল আহমেদ মুকুল, বরিশাল সমিতির সভাপতি রাজা মালিক, ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সহিদুল ইসলাম, ডিপ্লোমা এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি এস এ মোরশেদ, জনতা ব্যাংক দুবাই শাখার ম্যানেজার এম এ মালেক।
উক্ত অনুষ্ঠানে এন.আর.বি খুলনার সদস্য প্রবাসী লেখক ডাঃ আবতাব হক ও জিয়াউল হকের লেখা বিভিন্ন বই উপস্থিত অতিথিদের মাঝে উপহার হিসেবে বিতরন করা হয়। অনুষ্ঠানে দোয়া করেন মাওলানা মোস্তফা মাহামুদ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শাহিদ ইসলাম, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, প্রকৌশলী হাবিবুর রহমান কবির, তরিকুল ইসলাম পাপ্পু, আব্দুল মাবুদ চৌধুরী, মোঃ সাখাওয়াত হোসেন, কাজি মোয়াজ্জেম হোসেন।
























