সংযুক্ত আরব আমিরাতে গ্লোবাল ফ্যাশন দারিন এর আরও একটি নতুন শো-রুম এর যাত্রা শুরু হয়েছে। ১৮ এপ্রিল আরব আমিরাতের রাজধানী আবুধাবির মোছাফ্ফা শাবিয়ার ১০ নাম্বার ব্লকের সাগর ফিস গ্রিল এর পিছনে এ শো-রুম এর শুভ উদ্বোধন করেন, আবুধাবি সিটি কর্পোরেশন সিনিয়র কর্মকর্তা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব আলী নাছের আলী আল রজবী, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা আমীর নাছের আলী আল রজবী, আবুধাবি সিটি কর্পোরেশন কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব মোবারক সাইয়িদ এবং আরব আমিরাতের স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী মুহাম্মদ নাছের আলী আল রজবী।
উদ্বোধনি অনুষ্ঠানে অতিথিরা মোছাফ্ফা শাবিয়াতে গ্লোবাল ফ্যাশন দারিন এর নতুন শো-রুম তথা মল প্রতিষ্ঠা করায় দারিন গ্রুপকে অভিনন্দন জানিয়ে বলেন, দারিন এর মতো নামীদামী ব্রান্ডের শো-রুম আমাদের কাছে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। কেননা দারিন মলে বিশ্বের প্রায় সবকটি দেশের, সবকটি নেশনের সব ধরনের কাপড়চোপড় পাওয়া যায়। যে কারণে তারা তাদের স্থানীয় আরবিদের দারিন শো-রুম থেকে শপিং করার অনুরোধ জানান। পাশাপাশি তারা বাংলাদেশের সাথে আমিরাতের সুসম্পর্কের কথা উল্লেখ করে দারিন গ্রুপ ও বাংলাদেশের মানুষের ভূয়সী প্রশংসা করেন।
দারিন গার্মেন্টস ট্রেডিং এল এল সি এর উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও চন্দনাইশ সমিতি ইউএই’র সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, ইউএই আওয়ামী যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই’র সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আবুধাবি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সরোয়ার উদ্দিন, কমিউনিটি নেতা মুহাম্মদ আনোয়ার বেগ, ব্যবসায়ী ও দারিন গার্মেন্টস ট্রেডিং এর পরিচালক মুহাম্মদ সাইদুল ইসলাম রুবেল ও ব্যবসায়ী মুহাম্মদ হাসান ওসমান।
এসময় কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন, দারিন গার্মেন্টস ট্রেডিং আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক সময়ের গরীব বাংলাদেশের এখন বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থান বিরাজ করছে, এর পিছনে দারিন গার্মেন্টস ট্রেডিং ও প্রবাসীরা নৈপথ্যে কাজ করে যাচ্ছে। তাই দেশের এ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী নেতৃবৃন্দরা।
দারিন গার্মেন্টস ট্রেডিং এল এল সি’র অন্যতম পরিচালক আমিরাতের ব্যবসায়ী শহিদুল ইসলাম দিনু বলেন, গ্লোবাল ফ্যাশন দারিন এর নতুন এ শো-রুম এ লেডিস, জেন্টস, কিডস সহ সব রকমের কাপড় পাওয়া যাবে। পাশাপাশি তিনি বলেন গ্রেন্ড ওপেনিং উপলক্ষে মূল্যছাড় দিয়ে বেস্ট প্রাইজ রাখা হয়েছে এবং পবিত্র রমজান উপলক্ষে বিশেষ কুপন ভাউছার সহ বিশেষ ছাড় রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আজমান ইন্ডাস্ট্রিয়াল এলাকার আরীয়া ব্লকে ফ্যাক্টরি বিল্ডিং এ পাইকারি মার্কেট ও আজমান ফ্যাক্টরি মলে বিশাল আরও একটি শো-রুম রয়েছে বলে জানান শহীদুল ইসলাম দিনু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব ইউএই’র সহ-সভাপতি যমুনা টিভি প্রতিনিধি মুহাম্মদ রফিক উল্লাহ সহ সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post