ইসলাম গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আহলাম আল শামসির গৃহপরিচারিকা। আহলামের স্নেহ ও ভালোবাসায় মুগ্ধ হয়েই ওই গৃহপরিচারিকা ইসলামের প্রতি আকৃষ্ট হন।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইমারাত আল ইউয়ুম’ তথ্যটি নিশ্চিত করে।
পত্রিকাটি জানায়, কারিস নামে ওই গৃহপরিচারিকাকে নিজের সাথে নিয়ে ওমরাও পালন করেছেন আহলাম। ওমরাহ আদায়ের পর কাবা প্রাঙ্গণে গৃহপরিচারিকার ইসলাম গ্রহণের বিষয়টি টুইটারে একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানান তিনি।
ভিডিওতে দেখা যায়, গৃহপরিচারিকাকে কালিমায়ে শাহাদাত পাঠ করাচ্ছেন আহলাম। আর তার সাথে সাথে গৃহপরিচারিকাও শাহাদাত পাঠ করছে। ইসলাম গ্রহণের পর এটি গৃহপরিচারিকার প্রথম ওমরাহ আদায়।
সূত্র : ইমারাত আল ইউয়ুম
Discussion about this post