চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও স্বর্ণবারসহ গ্রেফতার হওয়া আরমান উদ্দিনকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলায় পতেঙ্গা থানা পুলিশ তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে ইউ এস বাংলার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসে আরমান।
এ সময় তার কাছ থেকে ৭টি স্বর্ণবার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক এসব স্বর্ণ ও সিগারেটের বাজার মূল্য ৫২ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।
তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলাটি করা হয়।
এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরচিালক এ কে এম সুলতান মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা আরমান উদ্দিনকে চ্যালেঞ্জ করে তার ব্যাগ তল্লাশি করে ৭টি স্বর্ণবার ও এক হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।
তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে।
Discussion about this post