সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাখতুমের আমন্ত্রণে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৭ মার্চ আমিরাতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমিরাতে অবস্থানকালে মাননীয় প্রধানমন্ত্রী দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন সফর করার সম্ভাবনা আছে। সফরকালে আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বেশ ক’টি চুক্তিসহ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে আমিরাতে বসবাসরত প্রবাসীদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর এই সফরকালে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করবেন।
সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী আমিরাত এসেছিলেন। এরপর ২০২০ সালের ১২-১৫ জানুয়ারি তিনি আবুধাবিতে আরো একবার যাত্রাবিরতি করেছিলেন।
Discussion about this post