সংযুক্ত আরব আমিরাতে শিথিল হতে যাচ্ছে করোনাকালীন সময়ে প্রয়োগকৃত বেশকিছু বিধিনিষেধ। আগামী ১লা মার্চ থেকে খোলা জায়গায় মাস্ক ব্যবহার ঐচ্ছিক করা হচ্ছে, চাইলে মাস্ক ব্যাবহার করতে পারবে না করলে সমস্যা হবে না! তবে জনসমাগম পূর্ণ ও আবদ্ধ এরিয়ায় অবশ্যই মাস্ক পরতে হবে। আমিরাতে জরুরি, সংকট ও দুর্যোগ কমিটি গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ নিয়মের বিষয়ে জানিয়েছে।
মসজিদগুলোতে সীমিত সংখ্যক পবিত্র কোরআনের কপি প্রদান করা হবে। মসজিদে নামাজের আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ের ব্যবধান ও মসজিদে অবস্হানের সময় করোনা পূর্বকালীন নিয়মে ফিরিয়ে আনা হবে।
২৮ ফেব্রুয়ারি থেকে আমিরাতের অন্যান্য প্রদেশ থেকে রাজধানী আবুধাবিতে প্রবেশ করতে আল হোসেন অ্যাপে গ্রিন পাসের প্রয়োজন হবে না। বর্ডারে স্থাপিত ইডিই স্ক্যানার ও তাৎক্ষণিক করোনা টেস্টের ব্যবস্থাও উঠিয়ে নেওয়া হবে।
আমিরাত ভ্রমণকারীদের টিকাগ্রহণ করা থাকলে পিসিআর টেস্টের দরকার হবে না। টিকার সনদ না থাকলে বা টিকা গ্রহন না করেলে ৪৮ ঘন্টার মধ্যে পিসিআর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
আরব আমিরাতে মোট জনসংখ্যার মধ্যে করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ গ্রহীতার সংখ্যা শতভাগ এবং দুটি ভ্যাকসিন ডোজ গ্রহীতার সংখ্যা ৯৫.৭২% হওয়ায় এবং কোভিড পরিস্থিতির ব্যাপক উন্নতির কারণে দেশটির সরকার আমিরাতে বিদ্যমান করোনা নীতিমালার ক্ষেত্রে এই শিথিলতা এনেছে।
Discussion about this post