সৌদি আরব প্রবাসীদের জন্য দূতাবাসের প্রয়োজনীয় সেবা অনলাইনে দেওয়া হবে। ইকামার মেয়াদোত্তীর্ণ অথবা যাদের নামে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে তাদের জন্য অনলাইনে ‘স্পেশাল এক্সিট’ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি রোববার সকালে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় সেবা নিতে আসা কয়েকশত প্রবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট জানার বিষয়ে একটি টিউটোরিয়াল ও প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে সৌদি আরব প্রবাসী, দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
Jagonews24
Discussion about this post