দুবাইতে শুরু হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম গালফ ফুড ফেয়ার। বিশ্বের ১৮৫ টি দেশের ৪ হাজার কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হচ্ছে এই মেলা। বাংলাদেশের স্বনামধন্য ৪৮ টি কোম্পানি এই মেলায় অংশ গ্রহণ করছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানিগুলো এই মেলায় অংশগ্রহণ করছে, এখানে কোন পণ্যের বিক্রি হয় না কেবলমাত্র নিজস্ব পণ্যের বিভিন্ন দিক উৎপাদন ও পন্যের গুণগত মান সম্পর্কে চাহিদা বায়াদের সামনে উপস্থাপন করা হয়
বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে আবিদা হোসেন জামাল বলেন এই মেলায় অংশগ্রহণ আমাদের অভাবনীয় সাফল্য দুবাইয়ের মাটিতে সুন্দর এ আয়োজন দেশের কোম্পানিগুলো অংশগ্রহণ করে বাংলাদেশকে উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশের খাবারগুলো তাদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, এটিকে অভাবনীয় সাফল্য বাংলাদেশী হিসেবে গর্ববোধ করি ।
বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে আশা দুবাইতে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম বলেন থেকে ৪৮ টি কোম্পানির প্রতিনিধি এই মেলায় অংশগ্রহণ করেছে । এই মেলায় কোন পণ্যের বিক্রি হয়না বিভিন্ন দেশের বায়াররা তাদের পণ্যের সোর্সের জন্য এখানে আসেন । এশিয়ার অন্যতম ফুড ফেয়ার হচ্ছে এই গালফ ফেয়ার ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের বিদেশে এই মেলায় অংশগ্রহণ করে ফলে বাংলাদেশের পণ্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে, মুজিব বর্ষ ও দেশের সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ যথেষ্ট পরিমাণ ভুমিকা রাখবে।
ই পি বি ডেপুটি ডিরেক্টর আবু মোকলেস আলমগীর হোসেন বলেন এই মেলায় বাংলাদেশি স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করেছে । এই মেলায় অংশগ্রহণের ফলে আমাদের কৃষি পণ্যের বাজার বিশ্বব্যাপী সম্প্রসারিত হচ্ছে আর আমাদের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে গালফ ফুড ফেয়ার অনন্য ভূমিকা রাখছে
ই পি বি ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শাহজালাল বলেন করোনার আগে গালফ ফুড ফেয়ারে অংশগ্রহণ করে আমরা যে পণ্যের অর্ডার পেয়েছি,আমরা আশা করছি আরো ছাড়িয়ে যাবে আমাদের এবার অংশগ্রহণ সফল হবে ।
এ মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে প্রাণ-আরএফএল, এলিন ফুড, স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড, এজি এগ্রো ফুড লিমিটেড, আহমেদ ফুড,আকিজ ফুড এন্ড বেভারেজ, আমিন স্কয়ার বিডি লিমিটেড, আরিফ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বনফুল এন্ড কিশোয়ান গ্রুপ, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সিটি গ্রুপ, ড্যানিশ ফুড লিমিটেড, বোম্বে সুইটস লিমিটেড, ইউরো এশিয়া ফুড প্রসেসিং, গ্লোভ ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ, হাসিম ফুডস লিমিটেড, হিফাস এগ্রো ফুড, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ , মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মাই ফুড লিমিটেড, অভিজাত ফুড এন্ড বেভারেজ লিমিটেড, ফেসিফিক কনজিউমার,রংপুর ডেইরি, সিয়াম এগ্রো ফুড লিমিটেড। ওয়েল ফুড, জিসান ফুড.
১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ।
Discussion about this post