জাসেদুল ইসলাম, দুবাই
নিজ এলাকার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আমিরাতে বাংলাদেশের চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার অন্যতম আঞ্চলিক গোপাল ঘাটা গ্রামের প্রবাসী বাংলাদেশিদের বনভোজন ও মিলনমেলা। সংযুক্ত আরব আমিরাতে রবিবার (১৩ ফ্রেব্রুয়ারী) দুবাই শহরের অবস্থিত দৃষ্টিনন্দন মুশরিফ পার্কে এই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি অনুষ্টিত হয়।
করোনায় দীর্ঘ বিরতি পর একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে এ বনভোজনের আয়োজন অনেকটা শান্তির পরশ বয়ে যায় উৎফুল্ল প্রবাসীদের মাঝে। এ সময় প্রবাসীদের বাঁধভাঙা আনন্দ–উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। পার্কের পাশে বিশাল মাঠে, খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করে আমিরাতে বসবাসরত ফটিকছড়ি জেলার প্রবাসীরা। সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় স্বদেশীয় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার্কটি রূপ নেয় প্রবাসে একখণ্ড গোপাল ঘাটা গ্রাম।
এই অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে ছিলেন, মোরশেদুল করিম, মজাহারুল ইসলাম, ওসমান জামী, রাশেদ, ইসমাইল ও সদস্য হিসেবে ফারুক, নাসির, মোহাম্মদ আলী, বাবর, শফি, দস্তগীর, জসিম প্রমুখ।
বনভোজনে আমিরাত বসবাসরত ফটিকছড়ির গোপাল ঘাটা গ্রামের প্রবাসীদের সপরিবারে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা। এ সময় তাঁরা গোপাল ঘাটা গ্রামের ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডসহ বনভোজনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিজ এলাকার উন্নয়নে সব প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে আরও ভূমিকা রাখার সময় এসেছে। ভবিষ্যতে করোনামুক্ত পরিবেশে আরও জমজমাট বনভোজন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সবাইকে সপরিবারে অগ্রিম আমন্ত্রণ জানান তাঁরা।
Discussion about this post