গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, নাম পল্লবী মন্ডল।
আজ শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়ি থেকে তার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান।
জানা যায়, পল্লবী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। লক্ষ্য ছিলো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার। কিন্তু করোনার কারণে সৃষ্ট সেশন জটের কারণে তিনি তীব্র হতাশায় ভুগছিলেন। এর জের ধরেই আত্মহত্যার পথ বেছে নেন এই শিক্ষার্থী।
পল্লবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বলেন, পল্লবীর মা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তিনি পল্লবীর হতাশার বিষয়ে আমাকে অবগত করেছিলেন। সেসময় আমি তাকে পল্লবীকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পরামর্শ দেই যাতে বন্ধুদের সাহচর্যে হতাশা কিছুটা কাটিয়ে উঠতে পারে।
একাডেমিক ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাসও দেয়া হয় তাকে।
Discussion about this post