জাসেদুল ইসলাম. দুবাই: সংযুক্ত আরব আমিরাতে করোনামহামারি কাটিয়ে এখন আবারও নিজ নিজ ব্যবসায় ফিরে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। নতুন নতুন ব্যবসাও শুরু করছেন তারা। তবে বিভিন্ন ব্যবসার পাশাপাশি পুরো আমিরাত জুড়ে মোবাইল ব্যবসায় সবচেয়ে বড় অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশীরা। আমিরাতে মোবাইলের ব্যবসার পাশাপাশি নিজ দেশেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।
আমিরাতে শারজায় আল হাজামিয়ায় আল সারিয়া মোবাইল এক্সোসোরিজ সপ্তম শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন জসিম ও শাহাবুদ্দীন মালিকানাধীন দোকানের স্বত্বাধিকারী আমিরাতি স্পন্সর ইব্রাহিম হাকিম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালিকানাধীন এই প্রতিষ্ঠানে পরিচালক মোঃ জসিম উদ্দীন, মোঃ সাহাবুদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আজগর খান চৌধুরী, সিআইপি সেলিম, মোঃ সুজন, নাজমুল হাসান রিমন, মোঃ আলী, সহ বিভিন্ন ব্য্সায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
দোকান উদ্বোধনী আসা ব্যক্তিরা বলেন আভ্যন্তরীণ ভিসা খোলা থাকায় নতুন নতুন ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। বর্তমানে ভিসা জটিলতা এবং ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে আমিরাতে লোক আসার যে জটিলতা সেই ব্যাপারে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা বন্ধ থাকার কারণে ব্যবসার একটু ক্ষতির সম্মুখীন দেখা দিচ্ছে। ভিসায় খুলে দিলে আমিরাতের এসে কর্মসংস্থান পূরন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার আরো বাড়বে বলে জানান।
Discussion about this post