মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহর শারজাহ থেকে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের নতুন রুট চালু হয়েছে।
এ রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান।
তবে আপাতত পরীক্ষামূলকভাবে ছোট ফ্লাইট দিয়ে এ রুটের যাত্রা শুরু হয়েছে।
নতুন এ পথে ফ্লাইট চালু হলেও বিমান ভাড়ার উচ্চমূল্যের কারণে প্রবাসীদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই।
সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শহর শারজাহ এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলবে এখন সপ্তাহে চার দিন।
১৬২ আসনের ফ্লাইটগুলো দুবাই থেকে সরাসরি চট্টগ্রাম আসবে এবং চট্টগ্রাম হয়ে ঢাকায় আসবে।
গত ২৬ জানুয়ারি ঢাকা থেকে শারজাহ এয়ারপোর্টে প্রথম ফ্লাইটটি অবতরণ করলেও বিমান কর্তৃপক্ষ ২৯ জানুয়ারি রাতে এর আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।
আগামী জুন-জুলাই মাস থেকে সপ্তাহে ৭টি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান।
Discussion about this post