আবারো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো।
এক সপ্তাহ ধরেই ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়ার কারণে বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার পরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
এরমধ্যে কোন কোন ফ্লাইটের যাত্রীকে গন্তব্যের পরিবর্তে যেতে হচ্ছে আবাসিক হোটেলে।
এতে বিদেশগামী কর্মীদের যথাসময়ে গন্তব্যে পৌঁছতে না পারার পাশাপাশি আর্থিকভাবে লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন মধ্যপ্রাচ্যগামী রুটের পাইলট ও কেবিন ক্রু।
যার কারণে ফ্লাইটে যাওয়ার আগেই আরটিপিসিআর টেস্ট রিপোর্টে কারো কারো পজিটিভ হওয়ার মেসেজ আসছে।
পরে কর্তৃপক্ষ উপায় না পেয়ে ওই ফ্লাইটের শিডিউলগুলো পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করছেন।
আবার কোনো ফ্লাইট উড়ার আগে ঢাকাতেই উড়োজাহাজ টেকনিক্যাল সমস্যায় পতিত হওয়ার কারণে ওই ফ্লাইটে যাত্রীদের যাওয়ার শিডিউল অনিশ্চিত হয়ে পড়ছে।