পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন করোনা আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার উল্লেখযোগ্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই। এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন। এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট আসে।
Discussion about this post