মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন: সংযুক্ত আরব আমিরাতে মাইজভাণ্ডারী দরবার শরীফের আধ্যাত্মিক সরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) দুবাইয়ের দেরা বাংলা বাজারে এ বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এটি গাউছুল আজম মাইজভাণ্ডার দরবারের ১১৬তম বার্ষিক ওরশ শরীফ।
এ আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন, আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী সংযুক্ত আরব আমিরাত শাখা। এতে মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম কায়ছার।
এছাড়া মুহাম্মদ রাশেদুল ইসলাম মাসুম, মুহাম্মদ নুর উল্লাহ রাসেল, মুহাম্মদ ছাদেক চৌধুরী সোকন, মাওলানা মুহাম্মদ সাজ্জাদুল হক, মাওলানা মুহাম্মদ ওসমান জামী, মোহাম্মদ মুছা, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ আফাজ, মোহাম্মদ করিম, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ আনসার উল্লাহ হাবিব, মুহাম্মদ আলী আকবর, সাহেদ চৌধুরী, মুহাম্মদ রাশেদ ও মোহাম্মদ তৈয়বসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
১৮২৬ খ্রিস্টাব্দ মোতাবেক বাংলা ১২৩৩ সনের ১ মাঘ রোজ বুধবার জোহরের সময় চট্টগ্রামের ফটিকছড়ি থানার মাইজভাণ্ডার শরীফ গ্রামে জন্মগ্রহণ করেন গাউছুল আজম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী। তার পিতার নাম মাওলানা শাহসুফ সৈয়দ মতিউল্লাহ এবং মাতার নাম সৈয়দা খাইরুন্নেসা বেগম। গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ৭৯ বছর বয়সে ১৯০৬ খ্রিষ্টাব্দে, ১৩১৩ বঙ্গাব্দে ১০ মাঘ সোমবার দিবাগত রাতে ইহধাম ত্যাগ করেন।
Discussion about this post