সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মস্থলে স্ক্যাফোল্ডিং (কাঠ বা লোহার শিট দিয়ে অস্থায়ী মাচা) থেকে পড়ে মোহাম্মদ রুবেল (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার দুবাইয়ের আল কোজ শিল্প এলাকায় কাজ করতে যান রুবেল। সেখানে কর্মরত অবস্থায় বিকাল ৫টায় ৪ মিটার উচ্চতার স্ক্যাফোল্ডিং থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে এই প্রবাসীর মরদেহ দুবাই রাশেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদ রুবেল ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়নের মোহাম্মদ রুস্তম আলীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে রুবেল ছোট। সাত বছর কাতারে প্রবাস জীবন শেষে গত বছর ভিজিট ভিসা নিয়ে দুবাই যান রুবেল। ছয় মাস আগে ভিসার ধরন পরিবর্তন করে কর্মসংস্থান ভিসা নিয়ে কাজ শুরু করেন।
Discussion about this post