সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড্রোন সংক্রান্ত সব কর্মকাণ্ডের অনুমোদন স্থগিত করেছে আমিরাতের সিভিল এভিয়েশন অথরিটি (ডিসিএএ)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইতোপূর্বে এ বিষয়ে যাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল তাদের জন্যও কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাইয়ে ড্রোন সংক্রান্ত কর্মকাণ্ডের অনুমতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এর আগে যারা অনাপত্তিপত্র পেয়েছিলেন তাদের কাছেও বার্তা পাঠিয়ে কর্তৃপক্ষের নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি (ডিসিএএ)। সরকারিভাবে এই স্থগিতাদেশের কোনো কারণ জানানো হয়নি।
Discussion about this post