অনলাইন ডেস্ক: ভারতে কলকাতা তপন থিয়েটার অদিতরিয়ামে শাম্মী তুলতুলের গল্পের বই “নরকে আলিঙ্গন” বইয়ের মোড়ক উন্মোচন। ১৬ জানুয়ারি, রোববার কলকাতায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিন্ন ধর্মী এই গল্পের বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ভারতের খ্যাতিমান কবি দীপ মুখোপাধ্যায়। যাকে তুলতুল বই উৎসর্গ করেছেন। তিনি বলেন,দীপ দাদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার লিখা পড়েন এটি আমার জন্য গৌরবের। এবং শব্দ প্রকাশনীর প্রকাশক সুমন্ত ভৌমিকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তিনি যতটুকু পেরেছেন এতো দুর থেকে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন আন্তরিকতার সাথে।
চট্টগ্রাম থেকে বসে এতো কাজ করা যদি একজন প্রকাশক সার্বিক সহযোগিতা না করে মন থেকে তাহলে কখনই আমার পক্ষে এগিয়ে যাওয়া সহজ হতোনা। আজ কলকাতায় আমার বইপ্রকাশ হয়েছে চরম আনন্দের আমার জন্য। আমি নেই আমার বই আছে সবার মাঝে। সবার দোয়া আর আশীর্বাদ করবেন। পাসপোর্ট মেয়াদ শেষ জনিত কারণে তুলতুল কলকাতা যেতে পারেনি বলে জানান।
অনুষ্ঠানে আরও ছিলেন বিশিষ্ট কবি ফুল্লরা মুখোপাধ্যায়, আকাশবাণীর আরজে স্মিতা গুপ্ত বিশ্বাস, বিশিষ্ট ফটোগ্রাফার অতনু পাল, ভ্রমণ রিপোর্টার ও ফটোগ্রাফার বিপ্রনাথ মজুমদার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনন্যা চৌধুরী কবি, সম্পাদক, প্রকাশক ও রিপোর্টার সুমন্ত ভৌমিক এবং শব্দ প্রকাশনীর প্রচ্ছদ শিল্পী শুভ্রা হালদার।
Discussion about this post