সংযুক্ত আরব আমিরাতের শারজায় কর্মস্থলে মুহাম্মদ হাসান চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রোলা বাঙালি বাজার এলাকায় খারাছি দরবারের পাশে কর্মস্থলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর।
মৃত হাসান চৌধুরীর এক আত্মীয় জানান, কর্মস্থলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে মৃত্যু হয়। তিনি রাউজান উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাকর আলী চৌধুরী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর দ্বিতীয় ছেলে।
তিনি আরও জানান, হাসান চৌধুরীর পরিবার দেশে থাকে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ শারজাহ কুয়েতি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তার মৃত্যুতে আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Discussion about this post