চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যগামী শতাধিক যাত্রীর নমুনা পরীক্ষা করে ১৪ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, বিমানবন্দরের চারটি আরটিপিসিআর ল্যাবে বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় প্রতি দিন ৪/৫ জন করে করোনা হচ্ছে।
শনিবার মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের শতাধিক যাত্রীর নমুনা পরীক্ষা করে ১৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, বিমান ছাড়ার ছয় ঘণ্টা আগে যাত্রীরা বিমানবন্দরে এসে নমুনা দেন এবং বিমানে ওঠার আগেই ফল পেয়ে যান।
Discussion about this post