সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম নগরী বানিজ্যিক শহর দুবাইতে চালু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন আমের সেন্টার। দুবাই’র গোল্ড সুকের অপজিটে হায়াত রিজেন্সী হোটেলের পাশে বাংলাদেশি মালিকানাধীন এ আমের সেন্টারের শুভ উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও স্থানীয় স্পন্সর দুবাই সরকারের কর্মকর্তা ড. আহমেদ আল নুসেইরাত।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন আমিরাতে আমাদের কমিউনিটির বয়স ৩০ থেকে ৪০ বছর, তাই অন্যান্য কমিউনিটির উপর প্রভাব বিস্তার করতে এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আমিরাতে বসবাসরত বাংলাদেশিদেরকে এমন আরো প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান।
ড. আহমেদ আল নুসেইরাত বলেন এটি কেবল বাংলাদেশিদের প্রতিষ্ঠান নয় সব ভাষাভাষি মানুষ এখানে সেবা পাবেন।
এ সময় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান কামাল হোসেন সুমন, পরিচালক ইসমাইল গণি চৌধুরী, সিআইপি ইবরাহিম আফলাতুন , প্রকৌশলী জহির রায়হান, মোহাম্মদ ইয়াহিয়া, জাফর চৌধুরী, মিহির ব্রাগনোরা, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম সোহাগ।
কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুস সবুর, সিআইপি মাহাবুব আলম মানিক, শামসুল হক মিজান, হাজী শফিকুল ইসলাম, ড. আবুল ফজল, হাবিবুর রহমান, ইয়াকুব সুনিক, আব্দুল মান্নান, আজম খান ও আব্দুল কাদের সহ অনেকে।
বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রথম বাংলাদেশি মালিকানায় এমন প্রতিষ্ঠানের যাত্রা হওয়াতে প্রবাসীরা আনন্দ প্রকাশ করছেন। আমের সেন্টার দুবাই সরকারের ইমিগ্রেশন সহ যাবতীয় সেবা প্রদান করবে। এর আগে বাংলাদেশি মালিকানাধীন এমন কোন প্রতিষ্ঠান না থাকায় প্রবাসি বাংলাদেশিরা ভাষাগত সমস্যায় পড়তেন। আমের বা তাশহিলে সেবা নিতে বাংলাদেশিরা ভাষাগত যে সমস্যায় পড়েন এ প্রতিষ্ঠান হওয়ায় দুবাই ও উত্তর আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য সেবা নিতে বেগ পেতে হবে না।
আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি ছাড়াও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Discussion about this post