নির্মাণ কাজের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ৮ ঘণ্টা করে বন্ধ থাকছে ফ্লাইট।
বিমান বাহিনীর বিজয় দিবসের প্রস্তুতি মহড়া ও প্রদর্শনীর জন্য এবার পাঁচ দিন দিনেও দুই ঘণ্টা করে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এ সময়ের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো দিনের অন্য সময়ে ছেড়ে যাবে বলেও জানানো হয়েছে।
জানা গেছে, ১১ থেকে ১৪ ডিসেম্বর, চার দিন বিমান বাহিনীর প্রস্তুতি মহড়া এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রদর্শনীর জন্য সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।
এই পাঁচ দিন এই সময়ের ফ্লাইটগুলো দিনের অন্য সময়ে ছেড়ে যাবে।
প্রসঙ্গত, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কাজের জন্য হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে ২০২২ সালে ১০ জুন পর্যন্ত বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজের চলাচল বন্ধ থাকছে।
এতে চাপ বাড়লে বিমানবন্দরে যাত্রী সেবা দেওয়া নিয়ে শংকা প্রকাশ করেছে এয়ারলাইন্সগুলো।
Discussion about this post