টাইপ ১ ডায়াবেটিস এর বিস্তারিতঃ
টাইপ ১ ডায়াবেটিস এক ধরনের ক্রনিক ডায়াবেটিস। এই ধরণের ডায়াবেটিসকে ইনসুলিন নির্ভর ডায়াবেটিসও বলা হয়ে থাকে। প্যানক্রিয়াস থেকে যখন খুব কম পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় তখন এই ধরনের ডায়াবেটিস দেখা যায়।
লক্ষণঃ
যদিও সঠিক পরীক্ষা ছাড়া ডায়াবেটিসের প্রকার বোঝা যায় না। তবে টাইপ ১ ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ আছে। সেগুলো হল-
-প্রচুর পানি পিপাসা পায়।
-ঘন ঘন ক্লান্তি লাগে।
-খিদে পাওয়া সত্ত্বেও ওজন কমে যায়।
-মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেলে অনিয়ম দেখা যায়।
-তলপেটে ব্যথা করে।
-বারবার প্রসাবের বেগ আসে।
প্রয়োজনীয় ডায়াগোনোসিসঃ
এই ডায়াবেটিস সম্পর্কে নিশ্চিত হবার জন্য মূলত তিন ধরনের টেস্ট করাতে হয়। সেগুলো হল ইউরিন অ্যানালিসিস (শরীরে অ্যালবুমিন, গ্লুকোজ, কিটন বডি আছে কিনা বুঝা যাবে), ফাস্টিং ব্লাড গ্লুকোজ, এইচবিএওয়ানসি (গ্লাইকো সিলেটেড হিমোগ্লোবিন) টেস্ট।
Discussion about this post