মুসলিম বিশ্বের পুণ্যভূমি সৌদি আরব। যেখানে রয়েছে অসংখ্য নবী-রাসুলের স্মৃতিচিহ্ন। বিশেষ করে শেষনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জীবনের বহু নিদর্শন ও ঐতিহাসিক পটভূমি রয়েছে পবিত্র মক্কা ও মদিনায়। ধর্মীয় সেই ভাবগাম্ভীর্য আর অনুভূতি নিয়ে প্রতি বছর হজ ও ওমরা পালনে সেখানে যান সারা বিশ্বের কোটি কোটি মুসল্লি। বর্তমানে সে দেশেই ইসলামে হারাম বা মাকরুহ বিবেচিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্ষমতায় আসার পর ২০২১ সালে এই সৌদি আরব ঘিরেই ‘সৌদি ভিশন ২০৩০’ নামে গিগা প্রজেক্ট হাতে নেন বাদশাহ সালমান। তার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশকে বহুমুখী উন্নয়নের পথে এগিয়ে নেওয়া। এরই অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
Discussion about this post