সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি চির প্রশংসিত অভিভাবক। তিনি তাঁর বান্দাদেরকে নিজ নিজ অঙ্গীকার পূরণ করার নির্দেশ দিয়েছেন।
অগণিত রহমত ও দয়া বর্ষিত হোক শেষ নবী, সকল নবী-রসূলদের ইমাম, প্রিয়নবী সাইয়্যিদুনা মুহাম্মদ ﷺ-এর প্রতি। তাঁর পরিবার, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি শান্তি ও মাগফিরাত বর্ষিত হোক।
প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব
আল্লাহ তাআলা বলেন:
﴿بَلَى مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ﴾
“যে ব্যক্তি তার প্রতিশ্রুতি পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন।”
— সূরা আলে ইমরান: ৭৬
হে ঈমানদারগণ! যে ব্যক্তি আল্লাহর নির্দেশকে মান্য করে, সম্মান করে এবং বাস্তব জীবনে তা প্রতিফলিত করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। আর যে অমান্য করে, সে বিচার দিবসে জিজ্ঞাসিত হবে।
﴿وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا﴾
“তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন করা হবে।”
— সূরা ইসরা: ৩৪
বুদ্ধিমানের বৈশিষ্ট্য
﴿الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنقُضُونَ الْمِيثَاقَ﴾
“তাঁরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করেন এবং তা ভঙ্গ করেন না।”
— সূরা রা’দ: ২০
যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, তার কারণে রোষানল ও শত্রুতা সৃষ্টি হয়। ইসলাম কারো হক্ব নষ্ট করার অনুমতি দেয়নি। এ প্রসঙ্গে আল্লাহর প্রশংসা বর্ণিত হয়েছে নবী ইব্রাহিম আঃ সম্পর্কে:
﴿وَفِي صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى﴾
“এবং ইব্রাহিম ও মূসার সহীফায়।”
— সূরা আন-নাজম: ৩৭
মু’মিনদের গুণ
﴿وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ﴾
“আর যারা তাদের আমানত ও অঙ্গীকার সংরক্ষণে সচেষ্ট।”
— সূরা মু’মিনুন: ৮
রাসূল ﷺ বলেন:
“তার কোনো দ্বীন নেই, যে ওয়াদা রক্ষা করে না।”
— মুসনাদে আহমদ: ১২৭১৮
আল্লাহ বলেন:
﴿وَأَوْفُوا بِعَهْدِ اللَّهِ﴾
“তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করো।”
— সূরা আনআম: ১৫২
অঙ্গীকার ভঙ্গের পরিণতি
﴿فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِ﴾
“যে ওয়াদা ভঙ্গ করে, সে নিজেরই ক্ষতি করে।”
— সূরা ফাতহ: ১০
﴿الَّذِينَ يَنقُضُونَ عَهْدَ اللَّهِ مِن بَعْدِ مِيثَاقِهِ…﴾
“যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা ধ্বংসপ্রাপ্ত।”
— সূরা বাকারা: ২৭
দাম্পত্য সম্পর্কেও সতর্কতা
﴿وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا﴾
“তোমরা তাদের (স্ত্রীদের) নিকট থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছ।”
— সূরা নিসা: ২১
দেনা-পাওনার ব্যাপারে সতর্কতা
রাসূল ﷺ বলেন:
“যে ব্যক্তি কর্জ বা সম্পদ ফেরত দেয়ার নিয়তে গ্রহণ করে, আল্লাহ তাকে তা আদায় করার তাওফিক দেন। আর যে প্রতারণার নিয়তে নেয়, আল্লাহ তার সম্পদ নষ্ট করে দেন।”
— সহীহ বুখারী: ২৩৮৭
আরো বলেন:
“ওয়াদা রক্ষা করা ঈমানের একটি অংশ।”
— আল মুসতাদরাক: ১/৫১
দোআ
ইয়া আল্লাহ! আমাদের ওয়াদা রক্ষার তাওফিক দিন। আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পিতা-মাতাকে ক্ষমা করুন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।
গুরুত্বপূর্ণ ঘোষণা:
সম্মানিত মুসল্লীগণ!
সংযুক্ত আরব আমিরাতে নাগরিক ও বাসিন্দাদের জন্য বিশেষ করে শিশু-কিশোরদের জন্য ৮ জুলাই থেকে অনলাইনে কুরআন হিফ্জ ও শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। সবাই এ সুযোগ কাজে লাগান
Discussion about this post