সংযুক্ত আরব আমিরাতে কর্মদিবসে বড় পরিবর্তন করেছে দেশটির সরকার৷ পরিবর্তন করা হয়েছে জুমার নামাজের সময় সূচিও।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন কর্মদিবসের ঘোষণা দেওয়া হয়৷ এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্র-শনির পরিবর্তে শনি-রবি করা হয়া হয়েছে। নতুন এই ঘোষণা অনুযায়ী সপ্তাহে সাড়ে ৪ দিন কর্মদিবস রাখা হয়েছে যা পূর্বে ছিল ৫ দিন৷
বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার পূর্বে ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার হাফ কর্মদিবস। শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত কর্মদিবস।
এদিকে জুমার নামাজের সময় ১২ টা ১৫ মিনিটের পরিবর্তে ১ টা ১৫ মিনিটে জুমার নামাজ শুরু হবে। নতুন কর্মদিবস ও জুমার নামাজের সময় কার্যকর হবে ২০২২ এর পহেলা জানুয়ারি।
এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাত সতর্কতাজনিত বেশকয়েকটি নিয়ম-নীতিতে পরিবর্তন এনেছে। অনেক ক্ষেত্রে নতুন নিয়মও চালু হয়েছে। এর অংশ হিসেবেই নতুন নিয়ম চালু হয়েছে আল-হোসেন অ্যাপে। রবিবার থেকে এটি চালু হয়।
দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় (মোহাপ) ঘোষিত সর্বশেষ আপডেট বলছে, পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল না পাওয়া পর্যন্ত অ্যাপটির রঙ ধূসর থাকবে।
৫ ডিসেম্বর থেকে কার্যকর, করোনার নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল দেখতে পাবে যে AlHosn অ্যাপের স্থিতি বর্তমান ৩০ দিনের পরিবর্তে শুধুমাত্র ১৪ দিনের জন্য সবুজ দেখাবে।
Discussion about this post