আগামী ৩ ডিসেম্বর শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২১। শারজাহ মাতাতে আসছে বাংলাদেশের একঝাঁক তারকা শিল্পী। যাদের মাঝে রয়েছেন — নুসরাত ফারিয়া, দিলশাদ নাহার কনা, জিয়াউল রোশান, ইয়ামিন হক ববি প্রমুখ।
৩ ডিসেম্বর দুপুর ২টায় ফেস্টিভ্যালের গেট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে৷ বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে জমকালো এই অনুষ্ঠান।
ফেস্টিভ্যালের বিস্তারিত জানাতে মঙ্গলবার আমিরাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা টকিজের চেয়ারম্যান রমিম, এটিএন বাংলা ইভেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মদ ইখতারুল ইসলাম৷
আয়োজকরা জানান, তিন ক্যাটাগরিতে টিকেট রাখা হয়েছে। গ্যালারিতে ৫০ দিরহাম, ভিআইপি ১০০ দিরহাম ও ভিভিআইপি ২০০ দিরহাম। অনুষ্ঠানের টিকেট প্রাপ্তির স্থান নিচে দেওয়া হয়েছে, এছাড়াও স্টেডিয়ামের গেটে টিকেট পাওয়া যাবে।
ঢাকা টকিসের পাশাপাশি অনুষ্ঠানের সহযোগীতায় রয়েছে এটিএন এম সি এল, মিরোর মিডিয়া এন্ড প্রোডাকশন লিমিটেড, রিয়েল হিরোস এবং সার্বিক সহযোগীতায় আছে প্রাণ গ্রুপ।
টিকেট এর জন্য যোগাযোগঃ +971559629292, +971524417122
Discussion about this post