ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-মালদ্বীপ রুটে ফ্লাইট শুরু হচ্ছে আজ শুক্রবার।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দশম আন্তর্জাতিক গন্তব্য মালে ফ্লাইট চালুর উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
ঢাকা থেকে মালের এ রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট চলবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার, রোববার ও মঙ্গলবার দেশের একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা সরাসরি এ ফ্লাইট পরিচালনা করছে।
প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ২৯ হাজার ৫০৮ টাকা এবং রিটার্ন ভাড়া ৪৫ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post