প্রবাসীদের অনেকে আমিরাত সংবাদের কাছে জানতে চেয়েছেন- বিদেশ থেকে কয়টি মোবাইল দেশে নিতে পারবেন! অনুমতি ছাড়া বিদেশ থেকে ৮ টি মোবাইল দেশে নিতে পারবেন। নতুন, পুরাতন, কিংবা আপনার নিজের ব্যবহার করা যে কোন মোবাইল হোক এই ৮টির মধ্যে ২ টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক বা ভ্যাট দিতে হবে না। ২ টি ছাড়া অন্য ৩ থেকে ৮টি মোবাইলের জন্য আপনাকে শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯ শতাংশ। বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। শুল্ক পরিশোধ না করলে কাস্টমস মোবাইল আটক করবে। ৮ টির বেশি ফোন আনলে কাস্টমস কতৃপক্ষ তা আটক করবে। আপনার মোবাইল আটক করলে রশিদ (Detention Memo) বুঝে নিবেন।
যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করা হবে। বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। শুল্ক পরিশোধ না করলে কাস্টমস মোবাইল আটক করবে। আটক কৃত মোবাইলের রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন শুল্ক কর এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। ডিএম করা মোবাইল ফেরতের জন্য কাস্টম হাউজে বিচার শাখায় আবেদন করতে হয়। বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারী কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদি দাখিল করলে ডিএম এ উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়।
Discussion about this post