নাসির আহমেদ, শারজা : দুবাই প্রবাসীর মৃত্যুর খবর শুনে পরিবারকে সান্ত্বনা দিতে তার কর্মস্থল দুবাইয়ের তালাল কোম্পানির প্রতিনিধি ম্যানেজার আবদুর রাজ্জাক ও সুপারভাইজার আলমগীর সহ একটি প্রতিনিধি দল আসেন প্রবাসীর গ্রামের বাড়ি হলুদিয়ায়।
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের হলুদিয়া গ্রামের সফিকুর রহমানের ছেলে প্রবাসী জসীম উদ্দীন আরব আমিরাতের দুবাই থেকে ছুটিতে বাড়িতে আসার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
তার মৃত্যুর খবর শুনে তালাল কোম্পানির প্রতিনিধি দল জসীমের পরিবারের সাথে কথা বলেন এবং তার মাকে কোম্পানির দেওয়া উপহার হাতে তুলে দেন। ১ লা নভেম্বর দুপুরে প্রতিনিধি দল মরহুম জসীম উদ্দীনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে সান্ত্বনা দেন।
উল্লেখ্য গত ২০ জুলাই জসিম দুবাই থেকে ছুটিতে বাংলাদেশে আসেন এবং ৬ আগষ্ট হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাননো হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও ছোট দুই কন্যা সন্তান রেখে যান। এসময় যুব সংগঠক ও সমাজসেবক আবু তাহের রনি, এবায়দুর রহমান, গ্রাম সর্দার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জসীম উদ্দীনের ছোট ভাই শিক্ষক মহসীন বলেন আমার ভাইয়ের কারণে আমাদের পরিবার সুসংগঠিত হচ্ছিল। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তার স্ত্রী, অবুঝ দুই কন্যা সন্তান রেখে গেছেন আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।
Discussion about this post