সংযুক্ত আরব আমিরাতে প্রাণ লিচি ড্রিংক ক্রিয়েটিভ কিডস ড্রইং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ফেসবুক অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল, এতে আরব আমিরাতে বসবাসরত অনেক শিশু অংশ গ্রহণ করে। বাচাইকৃত শিশুদের থেকে ১০ জন প্রতিযোগি লাইভ ড্রইং কম্পিটিশনে অংশ গ্রহনের সুযোগ পায়। খুব ঝাকজমক ভাবে অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রাণ আমিরাতের হেড অফিসে ।
উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, বিচারক মণ্ডলী ও Emerging World Group এর Managing Director হাসান মাহবুব। প্রতিযোগিরা তাদের ক্রিয়েটিভি প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করে ফলে অনুষ্ঠানটি আয়োজক ও দর্শকদের জন্য ছিল অনেক উপভোগ্যে। ১০ জন প্রতিযোগির মধ্যে ৩ জন পেয়েছে প্রাণের পক্ষ থেকে IMG World Adventure Park Tickets, প্রশংসা পত্র ও ক্রেস্ট । হাসান মাহমুদ (এম.ডি) বাচ্ছাদের অনুপ্রাণিত করেন এবং প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন ।
Discussion about this post